সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নেওরগাছা এলাকায় একটি ট্রাক থেকে ৩২ কেজি গাঁজা ও ১৯৬ বোতল ফেনসিডিল জব্দসহ চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য জানান।
আটক ট্রাক চালকের নাম মো. রায়হান আলী (২৩)। তিনি ঢাকার সাভার থানার বালিয়ারপুর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে।
মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টারে দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে উল্লাপাড়ার নেওরগাছা এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় পাবনাগামী একটি ট্রাকে তল্লাশি করে ৩২ কেজি ১৭৯ গ্রাম গাঁজা ও ১৯৬ বোতল ফেনসিডিল পেয়ে জব্দ করাসহ চালক রায়হানকে আটক করা হয়।
পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় ট্রাকযোগে মাদক কেনাবেচার সঙ্গে তিনি জড়িত বলে স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে।