করোনাভাইরাসে নতুন করে আরও তিন জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুই জন দেশের বাইরে থেকে এসেছেন। অপর জন পরিবারের একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় আক্রান্ত হন। নিয়মিত ব্রিফিংয়ে রবিবার (২২ মার্চ) এ তথ্য জানিয়েছেন আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, নতুন আক্রান্ত তিন জনের মধ্যে দুই জন পুরুষ, একজন নারী। শারীরিকভাবে তিন জনের লক্ষণ মৃদু।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ২৭। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। সিঙ্গাপুরের রোগী এখনও আইসিইউতে আছেন। তার অবস্থা অপরিবর্তিত। এছাড়া, বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন ৪০ জন।’
তিনি বলেন, ‘বর্তমানে ১৩ হাজার কিট আছে। আরও ৩০ হাজার আসবে। একশ’ নতুন ভেন্টিলেটরের ব্যবস্থা হচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. ফ্লোরা বলেন, ‘কমিউনিটি ট্রান্সমিশন বলার আগে সময় নিচ্ছি। প্রত্যেক ক্ষেত্রে সোর্স অব ইনফেকশন চিহ্নিত করতে চাইছি। তারা (আক্রান্ত ব্যক্তিরা) কোথায় গেছেন সেসব জায়গার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। কমিউনিটি ট্রান্সমিশন কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপনাদেরকে নিশ্চিত হলে জানানো হবে।’