করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অফিস খুলবে আগামী ২৬ এপ্রিল। এ নিয়ে সাধারণ ছুটি বাড়লো ২৫ এপ্রিল পর্যন্ত।
শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল সাধারণ ছুটি থাকবে। এরপর ১৭ ও ১৮ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে। পরে ১৯-২৩ এপ্রিল সাধারণ ছুটি থাকবে। তার সাথে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফা পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।