করোনা ভাইরাসের জেরে ১০টি রুটে ৭৪টি ফ্লাইট কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের আশঙ্কায় যাত্রী কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। এতদিন তাদের সপ্তাহে ১৪২টি ফ্লাইট ছিল।
সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ১০ রুটের ১৪২টি থেকে ৭৪টি কমানোর পর ৬৮টি ফ্লাইট চালু থাকলো।