রাজবাড়ী জেলা থেকে করোনা সন্দেহে একজনকে ঢাকায় পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটায় জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে ৬০ বছর বয়সী একজন পুরুষ শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এসময় হাসপাতাল থেকে পরীক্ষা ও সার্বিক পর্যবেক্ষণ শেষে উন্নত চিকিৎসা ও পরীক্ষার জন্য তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।
উল্লখ্য, এর আগে করোনা সন্দেহে জেলার পাংশা ও সদর থেকে দুই জনকে ঢাকায় পাঠানো হয়। পরীক্ষা শেষে তারা কেউ করোনায় আক্রান্ত নয় বলে রিপোর্টে জানা যায়।