করোনা: সেতুমন্ত্রীকে নিয়ে গুজব ছড়ানোয় আটক ১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাস আক্রান্তের গুজব ইউটিউবে প্রকাশ করায় রুহুল আমিন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার সন্ধ্যায় সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরীর বাগমারা মেইন রোড এলাকার একটি বাসা থেকে রুহুল আমিনকে আটক করে। তিনি বাগেরহাটের শরণখোলার পশ্চিম রাজৈর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

রুহুল আমিন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মর্মে ভিডিও ধারণ করে তার নিজের তৈরি করা Youtube Channel: Tajtv তে Upload করে, যা সম্পূর্ণ বিভ্রান্তকর ও উস্কানিমূলক। বর্তমানে করোনা ভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *