গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে অসুস্থ হয়ে সাবেরা বেগম (৩৫) নামে এক নারীবন্দি মারা গেছেন। রবিবার (৮ মার্চ) ভোর পৌনে ৫টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবেরা ঢাকার কদমতলীর ৮২১, হাজী খোরশেদ আলী রোড এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।
ডেপুটি জেলার জানান, সাবেরা রবিবার ভোর পৌনে ৫টায় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে এবং পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একটি চুরির মামলায় গ্রেফতারের পর তাকে গত বছরের ২৪ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সাবেরাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।