খাজনা কম দেওয়ায় সবজি বিক্রেতা খুন

জামালপুরের সরিষাবাড়ীতে খাজনার টাকা কম দেওয়ায় নুরুল ইসলাম (৬৫) নামে এক সবজি বিক্রেতাকে কিল-ঘুষি মারতে মারতে হত্যার অভিযোগ উঠেছে বাজারের এক ইজারাদারের বিরুদ্ধে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ইজারাদার বেলাল ও লাভলু পলাতক রয়েছে।

নিহত সবজি বিক্রেতা জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

এলাকাবাসী জানায়, মল্লিকপুর গ্রামের নুরুল ইসলাম সকালে ভাটারা বাজারে সবজি বিক্রি করতে যান। এসময় ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের আব্দুল কাদের জিলানীর ছেলে বাজারের ইজারাদার বেলাল ও লাভলু তার কাছে খাজনা চায়। তিনি ইজারাদারদের ১০ টাকা বের করে দেন। টাকা কম হয়েছে-বলে ইজারাদার তাকে ধমকাতে থাকলে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় দুইপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে ইজারাদাররা দুই ভাই মিলে নুরুল ইসলামকে এলোপাতাড়ি কিল-ঘুষি শুরু করেন। পরে ঘটনাস্থলেই নুরুল ইসলাম মারা যান। এরপরই দুই ভাই পালিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহেরুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের পর বিস্তারিত বলা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *