চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পূর্ব সাহেব গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন এক ব্যক্তি। সোমবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। এ ঘটনার পর পরই পূর্ব সাহেব গ্রামটিকে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
মৃত ব্যক্তি উপজেলার চৌডালা ইউনিয়নের পূর্ব সাহেব গ্রামের মৃত হাসিমুদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৬৫)।
জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ‘গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা থেকে জ্বর ও গলা ব্যথা নিয়ে বাড়ি আসেন সেই ব্যক্তি। পরে রাতে তিনি মারা যান। কিন্তু তার কোনো সর্দি ও শ্বাসকষ্ট ছিল না।’
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারওয়ার জাহান জানিয়েছেন, ‘বিলম্ব হওয়ায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে তার সঙ্গে থাকা অপর ব্যক্তির নমুনা সংগ্রহ শেষে মঙ্গলবার দুপুরে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।’
গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, ‘মৃত ব্যক্তি মানিকগঞ্জ জেলায় দিন মজুর হিসেবে কাজ করতেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে সোমবার দুপুরে তার গ্রামের বাড়ি চৌডলা ইউনিয়নে পূর্ব সাহেব গ্রামে ফিরে আসেন এবং রাত সাড়ে ৮ টার দিকে মারা যান।’
তিনি আরও জানান, ‘ঘটনার পর থেকে চৌডলা ইউনিয়নের পূর্ব সাহেব গ্রাম এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের সঙ্গে উপজেলার অন্যান্য ইউনিয়নের সকল প্রকার যোগাযোগ সীমিত করা হয়েছে। ’
মৃত ব্যক্তিকে ভোর ৪টার দিকে সরকারি বিধি মোতাবেক দাফন করা হয়েছে।