রাজধানীর দক্ষিণ মুগদায় রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপি (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে যান তিনি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে মুগদা স্টেডিয়াম এলাকায় ইউনিক বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আহমেদ এ তথ্য জানান।
আলী আহমেদ জানান, ভোরে ইউনিক বাস কাউন্টারের সামনে দিয়ে রিকশায় যাচ্ছিলেন লিপি। এ সময় একটি প্রাইভেটকারে কয়েকজন ছিনতাইকারী এসে তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান লিপি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত লিপির বাড়ি সিলেটে। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া। তাদের শাহরিয়ার ও শামিমা নামে দুই সন্তান রয়েছে।
গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা সিলেট যাওয়ার উদ্দেশে দুটি রিকশায় কমলাপুর রেল স্টেশনে যাচ্ছিলাম। একটি রিকশায় ছিলাম আমি ও মেয়ে। অন্য রিকশায় ছিল লিপি ও ছেলে। পথে প্রাইভেটকারে ছিনতাইকারীরা এসে স্ত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হয়। ওই ব্যাগে একটি মোবাইল ফোন ও দুই হাজার টাকা ছাড়া তেমন কিছু ছিল না।’
তিনি বলেন, ‘তাৎক্ষণিক লিপিকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’