জ্বর-শ্বাসকষ্টে পুলিশ সদস্যের মৃত্যু, বাড়ি লকডাউন

ঝিনাইদহের কোটচাঁদপুরে জ্বর-শ্বাসকষ্টে এনামুল হক সুজা (৭০) নামে পুলিশের এক অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের বাড়িটি লকডাউন করেছে প্রশাসন।

শনিবার (০৪ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। সুজা কোটচাঁদপুর শহরের গালর্স স্কুল সড়কের বাসিন্দা।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ  বলেন, কোটচাঁদপুর শহরের গালর্স স্কুল সড়কের বাসিন্দা সাবেক পুলিশ কনস্টেবল এনামুল হক সুজা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, জ্বর ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তিনি ফরিদপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেইসঙ্গে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। শনিবার ভোরে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

কোটচাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, নিহতের বাড়ি ও বাড়িতে চলাচলের রাস্তাটি লকডাউন করা হয়েছে।

এ দিকে মৃত্যুর খবরে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *