ঝালকাঠিতে জ্বর-কাশি নিয়ে শিশুর মৃত্যু

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জ্বর-সর্দি ও কাশি নিয়ে এক শিশুর (৬) মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যু পর পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা যায় শিশুটি।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার বলেন, শিশুটি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিল। কিন্তু জ্বর-সর্দি ও কাশি শুরু হওয়ার পর তার মৃত্যু হওয়ায় এলাকাবাসীর আতঙ্কের কারণে শিশুটির বাড়ির ১২ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির বলেন, অন্য কেনো কারণে শিশুটির মৃত্যু হয়েছে। সে করোনা ভাইরাসে আক্রান্ত ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *