ঠাকুরগাঁওয়ে ৬৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

ঠাকুরগাঁও: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত রাখিব বর্ডার’ এ মূলমন্ত্রকে সামনে রেখে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে জব্দকৃত প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ফেনসিডিল, মদ, গাজা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১১ ধরনের মাদক ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ৫০ বিজিবি ব্যাটালিয়ন দপ্তরের মাঠে আলোচনা সভা ও মাদকদ্রব্য ধ্বংসের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি। এছাড়া ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদ আটককৃত মাদকদ্রব্যের পরিসংখ্যান তুলে ধরেন।

সভায় ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার, বিজিবি সৈনিক, অসামরিক সদস্যরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বুলডোজার চালিয়ে ও পুড়িয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

২০১৮ থেকে ২০২৩ সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় ৬৮ লাখ টাকার মাদকদ্রব্যের মধ্যে ছিল ১০ হাজার ৭৭৭ বোতল ফেনসিডিল, ১ হাজার ৮২ বোতল বিদেশি মদ, ১২ কেজি গাঁজা, বাংলা মদ সাড়ে ৩ লিটার, ৩৭৬টি ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার ৩৯৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরও কয়েক ধরনের মাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *