বগুড়া: দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে বগুড়ার শাজাহানপুর উপজেলায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি পানিবাহী লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ীতে এ ঘটনা ঘটে।
আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে।
পরে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গাড়ির চালক হাফিজুর রহমান গাজী জানান, ঢাকা-রংপুর মহাসড়কের ফোরলেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে।
সিপিসিএল কোম্পানির গাড়িটি (ঢাকা মেট্রো-ড ১১-০৩৩৮) হাইওয়ে রাস্তায় পানি দেওয়ার কাজ করছিলেন। তারা গাড়িতে তিন থেকে চার জন ছিলেন।
হঠাৎ প্রায় ২০ জন যুবক এসে আমাদের গাড়ি থেকে নামতে বলে। এরপর আমরা গাড়ি থেকে নামার পর তারা গাড়িতে কিছু একটা ছুড়ে দেয়। পরে বিকট শব্দে গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আগুন লেগে গাড়ির সামনের অংশ পুড়ে যায়।
তিনি আরও জানান, আগুনে লরির ইঞ্জিনসহ কেবিনের পুরো অংশই পুড়ে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাজাহানপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পিকেটাররা একটি পানিবাহী লরিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে।