ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনোয়ার হোসেন (৪৭) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা ৪৭ মিনিটে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার মো. লাভলু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কয়েদি আনোয়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’ আনোয়ার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিসরাইল গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি বড়। পেশায় তিনি পরিবহন চালক ছিলেন। ঢামেক মর্গে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মাঈন উদ্দিন জানান, শুক্রবার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে অসুস্থ বোধ করলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) পাঠানো হয়। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল ৯ টা ৪৭ মিনিটে তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে স্বর্ণালী আনোয়ার আখি বলেন, ‘১৯৯৫ সালে মিথ্যা হত্যা মামলায় তার বাবা আসামি হন। প্রায় ২০ বছর ধরে তিনি কারাবন্দি ছিলেন। গতকাল রাতে কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।’
শনিবার ময়নাতদন্ত শেষে স্বজনরা লাশ নিয়ে যান বলে জানিয়েছেন ঢামেক হাসপাতলের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।