হবিগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হবিগঞ্জে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের টাউন হল রোডে এ ঘটনা ঘটে।
তফসিল ঘোষণার পরই শহরে আনন্দ মিছিলের প্রস্তুতি নেয় আওয়ামী লীগ। এ সময় পৌর টাউন হলের সামনে শহরের প্রধান সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি কর্মীরা।
তারা সেখানে থাকা দুটি প্রাইভেটকারও ভাঙচুর করে।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি কর্মীদের ধাওয়া করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, বিএনপির কর্মীরা শহরে নাশকতার চেষ্টা করলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
তবে কোনো টিয়ারশেল অথবা ফাঁকা গুলি ছোড়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, টাউন হলের সামনে ভাঙচুর করা দুটি প্রাইভেটকার দাঁড়িয়ে আছে এবং মধুবন রেস্তরাঁর একটি গ্লাস ভাঙচুর হয়েছে।
এদিকে, সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সেখান থেকে বিএনপি-জামায়াতের ‘আগুন-সন্ত্রাসের’ বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।