কক্সবাজারে যেসব প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কক্সবাজার: ১১ নভেম্বর কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী সাতটি বড় প্রকল্পসহ মোট ১৫টি প্রকল্পের উদ্বোধন ও চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনের জন্য রাখা ১৫টি প্রকল্প হলো, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প, ব্যয়- ১৮ হাজার ৩৪ কোটি টাকা, মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ, প্রকল্প ব্যয়- ৫১ হাজার ৮৫৪ কোটি ৮৮ লাখ টাকা, সাব মেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়ার দ্বীপকে বিদ্যুতের জাতীয় গ্রিডে সংযুক্ত করণ, প্রকল্প ব্যয়- ৬৪৭ কোটি টাকা, বাঁকখালী নদীর ওপর কস্তুরাঘাট- খুরুশকুল সংযোগ সেতু, প্রকল্প ব্যয়-৪৭৭ কোটি টাকা, কক্সবাজার বিমানবন্দরের ভূমি ভরাট, প্রোটেকশান বাঁধ নির্মাণ, অ্যাপ্রোচ রোড ও সৌন্দর্যবর্ধন কাজ, প্রকল্প ব্যয়- ২৬২ কোটি টাকা, উখিয়া রোহিঙ্গা শিবিরে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ডিজাইন ও স্থাপনকরণ, প্রকল্প ব্যয় ৬০ কোটি টাকা, মহেশখালী গোরকঘাটা- শাপলাপুর জনতা বাজার সড়কের মজবুত ও প্রশস্তকরণ প্রকল্প, প্রকল্প ব্যয় ৪২ কোটি ৩৩ লাখ টাকা, রামু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রকল্প ব্যয় ২৫ কোটি ৩৩ লাখ।

এছাড়াও উদ্বোধনের জন্য ছোট প্রকল্পের মধ্যে রয়েছে ৬টি।

এগুলো- কুতুবদিয়ায় কৈয়ারবিল আরসিসি গার্ডার ব্রিজ, প্রকল্প ব্যয়-৪ কোটি ৯৬ লাখ টাকা, চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল সম্প্রসারণ ও উন্নয়ন, প্রকল্প ব্যয়- ১৫ কোটি টাকা, ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রকল্প ব্যয় তিন কোটি ৮ লাখ টাকা, মহেশখালী ইউনুচখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, প্রকল্প ব্যয় ২ কোটি ৩৮লাখ, উখিয়া রত্নাপালং আদর্শ উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণ, প্রকল্প ব্যয় ২ কোটি ৮৫ লাখ, মরিচ্যা পালং উচ্চ বিদ্যায়য়ের একাডেমিক ভবন নির্মাণ ,প্রকল্প ব্যয়-২ কোটি ৭৩ লাখ, এসব প্রকল্প ছাড়াও যে চারটি প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এগুলো, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের টার্মিনাল-১, প্রকল্প ব্যয়-১৭ হাজার ৭৭৭ কোটি টাকা, টেকনাফ মাল্টিপারপাস ডিজাস্টার রিসিলেন্ট শেল্টার কাম আইসোলেশন সেন্টার নির্মাণ, প্রকল্প ব্যয় ২৭ কোটি, রামু উপজেলা জোয়ারিয়ানালা-নন্দাখালী সড়কে ১৮৪ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজ নির্মাণ, প্রকল্প ব্যয় ২৩ কোটি ৪৯ লাখ ও কক্সবাজার সদরে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের আওতায় ভবন নির্মাণ (প্রকল্প ব্যয় ১৬ কোটি ৯৮ লাখ টাকা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *