কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় জুয়েল রানা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর শাকতলা এলাকায় র্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি জানান।
র্যাব জানায়, ৪ মার্চ রাতে অভিযান চালিয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। আসামি রানা কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে ওই মামলার প্রধান আসামি। তবে তার সহযোগীরা এখনও পালাতক রয়েছে।
র্যাবের এই কর্মকর্তা জানান, জুয়েল গত দুই-তিন মাস ধরে ওই কিশোরীর সঙ্গে ফোনে কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল। গত ২৩ ফেব্রুয়ারি রানা কিশোরীর সঙ্গে দেখা করতে চায়। ওইদিন পার্শ্ববর্তী গ্রামে ওরশ দেখতে যায় ওই কিশোরী। সেখানে থেকে ফেরার পথে তাকে কৌশলে আরিফুল ইসলামের পরিত্যক্ত ঘরে নিয়ে যায় রানা। কিশোরীকে চেতনানাশক ওষুধ খাইয়ে ৫-৬ জন রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে। সেই ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তারা। পরে পাশের রাস্তায় কিশোরীকে ফেলে যায়।
ওই কিশোরীর মা বাদী হয়ে গত ২৯ ফেব্রুয়ারি হোমনা থানায় একটি ধর্ষণ মামলা করেন। ধর্ষণের ঘটনার পর থেকেই ধর্ষক জুয়েল রানা ও তার সহযোগীরা পলাতক ছিল।