নওগাঁর পত্নীতলায় প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল’) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
রোববার (৫ এপ্রিল) দুপুরে র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
জানা গেছে, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে দুপুরে উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে মৃত হরিহর চৌধুরীর ছেলে শ্রী গৌর চৌধুরী (৩৪) ও খলিলুর রহমানের ছেলে সোহেলের (২৫) কাছ থেকে ১৮ শতকের একটি সোনালী রংয়ের গোলাকৃতির পাত্র সদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করা হয়।
র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, উদ্ধারকৃত বেল মেটালটির আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা।
পরে উদ্ধারকৃত বেল মেটালটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী ও নওগাঁ প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক সহকারী পরিচালক সাইদ ইনাম তানভিরুলের কাছে হস্তান্তর করা হয়।