নারায়ণগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মজুর উদ্দিন। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টর থেকে লাশটি উদ্ধার করা হয়।

রুপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান,  অটোরিকশা চালানোর জন্য মজুর উদ্দিন ৯ জানুয়ারি সকালে বাসা থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। কিন্তু, রাতে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে তার সন্ধান করা হয়।

মজুর উদ্দিনের মৃতদেহ শিম বাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের ৪০২ নম্বর রাস্তার ১নম্বর প্লটের শিম বাগানের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারী চক্র মজুর উদ্দিনকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে  লাশ ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মজুর উদ্দিন কেয়ারিয়া এলাকার আফতার উদ্দিনের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *