নাশকতা মামলায় জামায়াত নেতা আজহারুলসহ ১৫ জনের বিচার শুরু

২০১০ সালে পুলিশের দায়ের করা নাশকতা মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটি এম আজহারুল ইসলামসহ ১৫  জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এই অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য ১০ মে দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কেসব রায় চৌধুরী এই আদেশ দেন।

উল্লেখ, ২০১০ সালের নাশকতার অভিযোগে এটি এম আজহারুল ইসলামসহ ১৫  জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন শাহবাগ থানা পুলিশ।

এদিকে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আগে আরেকটি মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *