চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের পোনা জাটকা নিধনের দায়ে ছয় জেলেকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন– উপজেলার নীলকমল ইউনিয়নের মাঝিকান্দি এলাকার কালু মাতাব্বরের ছেলে রিপন মাতাব্বর (২৫), মাইনুদ্দিন সর্দারের ছেলে রাজন সর্দার (২০), হাজীকান্দি এলাকার খোকন চৌকিদারের ছেলে শাহ আলম চৌকিদার (১৯), জয়নাল হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (২২), হানিফা খানের ছেলে উজ্জ্বল খান (২২), মৃত রোকসান পাটওয়ারীর ছেলে রতন পাটওয়ারী (১৮)।
এর আগে ভোর ৬টার দিকে হাইমচরে কর্মরত কোস্টগার্ড টহল সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার মাঝিকান্দি এলাকায় মেঘনা নদী থেকে জাটকা শিকার করার সময় জেলেদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
ইউএনও বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ নিধনের অপরাধে আইন অনুযায়ী তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।’
উল্লেখ্য, ইলিশের পোনা জাটকা রক্ষায় সরকার ঘোষিত দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১ মার্চ থেকে। এ দুই মাস নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ।