গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর কাছ থেকে মাদক কেনার টাকা না পেয়ে নিজ শিশুসন্তান কাউছার হোসেনের (২) গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা রাজু মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বারতোপা গ্রামে মহর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
রাজু মিয়ার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার রামপুরা গ্রামে। তিনি সপরিবারে বারতোপা গ্রামের মহর আলীর বাড়িতে ভাড়া থাকতেন। স্ত্রী কামরুন্নাহার চাকরি করেন স্থানীয় খানটেক্স ফ্যাশনস লিমিটেডে। কামরুন্নাহার জানান, রাজু মাদকাসক্ত। প্রায়ই মাদক কেনার জন্য টাকা চাইতো। রবিবার বিকালেও সে টাকা চায়। টাকা না দেওয়া রাজু তার সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে গলায় ছুরি দিয়ে আঘাত করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, শিশুটিকে প্রথমে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে।