ফেনীর লালপুলে বাস-ট্রাক সংঘর্ষে মো. মনির হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির শাটের পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। সেটির আলোকে পুলিশ ধারণা করছে, তার নাম মনির হোসেন। তিনি ভোলার গজারিয়া এলাকার মো. কালু মাঝির ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ভোলার চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী একটি বাস লালপুল এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের নয় যাত্রী আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনিরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী হাইওয়ে থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।