বরগুনায় মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধন

বরগুনায় মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে যাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীলের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন এ মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠা করেন।

এসময় উপস্থিত ছিলেন- বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনির, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, সুখ রঞ্জন শীল, বেসরকারি (এনজিও) সংস্থা জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনেআরা হাসি প্রমুখ।

মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্যোক্তা ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীল বলেন, নতুন প্রজন্মের মধ্যে দীর্ঘ ২৬ বছর ধরে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি আসছি। সেই ধারাকে অব্যাহত রাখতে বরগুনা জেলা প্রশাসন মুক্তিযুদ্ধ যাদুঘরের শুভ উদ্বোধন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *