পাবনার আতাইকুলায় বাদীপক্ষের মারপিটে সাদ্দাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার আতাইকুলা আইনিয়নের মৌগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম মৌগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পাবনার অতিরিক্তি পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রায় দুই বছর আগে মৌগ্রামের রেজাউল নামের এক ব্যক্তিকে সাদ্দাম ও তার সহযোগীরা কুপিয়ে খুন করে। এ ঘটনায় সাদ্দামকে প্রধান আসামি করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে আসে সাদ্দাম। এরপরই মামলা তুলে নিতে সে বাদীপক্ষকে বিভিন্নসময় ভয়ভীতি দেখিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে সাদ্দাম নিহত রেজাউলের চাচা সেকেন্দার আলীর বাড়িতে গিয়ে মামলা না তুলে নিলে সেকেন্দারের পরিবারের সদস্যদের মেরে ফেলা হবে বলে হুমকি দেন। এ সময় সেকেন্দার আলীর লোকজন তাকে ধরে বেদম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাদ্দামকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে সাদ্দাম মারা যান।
সংশ্লিষ্ট বিষয়ে আলাপকালে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, বিষয়টি জেনেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।