লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে আবু সাঈদ (২২) নামে এক বাংলাদেশি গরু পাচারকারি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১২টার পর উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বামন দল সীমান্তের মেইন পিলার এলাকার এক কিলোমিটার ভেতরে ভারতের ফকিরের ডাঙা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার আবুল হোসেন আবু সাঈদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিজিবি সদস্যের দাবি, গরু পাচারকারিদের কারণে তামাক ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভারতীয় লোকজন, ওই তামাক ক্ষেতে বিদ্যুতের তার ছড়িয়ে রেখেছিল। ওই তারে জড়িয়ে আবু সাঈদের মৃত্যু হয়েছে।
নিহত আবু সাঈদ পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বামনদল এলাকার বেনজির রহমানের ছেলে। শনিবার সকালে মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
মেখলিগঞ্জ ৯৮ ফুলকাডাবরী পঞ্চায়েত আমির হোসেনের বরাত দিয়ে বলেন, ‘শুক্রবার রাতে বামনদল সীমান্ত অতিক্রম করে ৮-১০ জন গরু পাচারকারি বাংলাদেশি যুবক ভারতে যায়। গরু নিয়ে ফেরার সময় রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আমার ছেলেকে পিটিয়ে হত্যা করে মরদেহ তামাক ক্ষেতে ফেলে রেখে যায়। আমি ছেলে আবু সাঈদের মরদেহ ফেরত আনার জন্য বিজিবির কাছে সহযোগিতা চেয়েছি।’
বুড়িমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, ‘নিহত আবু সাঈদের মরদেহ ফেরত আনার জন্য বিজিবির কাছে আবেদন জানানো হয়েছে।’
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ফেরত আসলে ময়নাতদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’