দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিদেশি মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে মংলা আদিবাসীপাড়া ও নন্দিপুর মাঠে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সালাহউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
নায়েক সুবেদার সালাহউদ্দিন বলেন, ‘ভারত থেকে মাদকের চালান নিয়ে চোরাকারবারিরা দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে হিলি সীমান্তের মংলা আদিবাসী পাড়ায় অভিযান চালায় বিজিবি।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর হতে ভারতীয় ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে সীমান্তের নন্দিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্যগুলি ধ্বংসের জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।