বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৭০০ গ্রাম স্বর্ণসহ থারিপ্পা কুন্নুমেল (২৪) নামে ভারতীয় এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (৮ নভেম্বর) দুপুরের দিকে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দারা তাকে আটক করে।
আটক থারিপ্পা ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি পরিচালক আরেফিন জাহেদী জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতীয় এক নাগরিক স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে যাবেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে নজরদারি বাড়ানো হয়।
দুপুরের দিকে থারিপ্পা কুন্নুমেল নামে ভারতীয় এক নাগরিকে সন্দেহজনকভাবে চেকপোস্ট ইমিগ্রেশনের মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তাকে হেফাজতে নিয়ে তার শরীর তল্লাশি করলে ৭০০ গ্রাম স্বর্ণ পেয়ে জব্দ করা হয়।
এ ঘটনায় তাকেও আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।
তিনি বলেন, আটক থারিপ্পার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।