করোনা ভাইরাস প্রতিরোধে পুরো বাংলাদেশে চলছে অঘোষিত লকডাউন। সব ধরনের গণপরিবহন বন্ধ, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কোনও মানুষ বের হতে পারছেন না। তবে এই পরিস্থিতিতেও বন্ধ নেই ভারত থেকে বাংলাদেশিদের ফিরে আসা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই প্রবেশ করছেন শতাধিক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী।
ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রবিবার এ বন্দর দিয়ে ১২৭ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারত থেকে প্রবেশ করেছেন। শনিবার প্রবেশ করেছেন আরও ১০৪ জন। আর গত ১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত শুধু ভোমরা ইমিগ্রেশন দিয়ে এক হাজার ৬৫৪ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী সাতক্ষীরায় প্রবেশ করেছেন। এদের প্রায় সবারই বাড়ি সাতক্ষীরায়।
সাতক্ষীরার ভোমরা ইমগ্রেশন ওসি বিশ্বজিৎ সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভারতে লকডাউনের কারণে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেন না। সে দেশের ইমিগ্রেশন এ ব্যাপারে খুবই কঠোর। তবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ বন্ধ নেই। প্রতিদিনই জেলার প্রতিটি থানায় আগতদের তালিকা পাঠানো হচ্ছে। তারা যাতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকেন সে ব্যাপারে নির্দেশনাও প্রদান করা হচ্ছে।’
সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলন মঞ্চের আহ্বায়ক অ্যাডি. ফাহিমুল হক কিসলু জানান, ভারত থেকে যারা বাংলাদেশে প্রবেশ করবে তাদের সরকারিভাবে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে রাখতে হবে। এটা করতে ব্যর্থ হলে সাতক্ষীরার মানুষ হুমকির মধ্যে পড়তে পারে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, ভারত থেকে আসা কোনও ব্যক্তি যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করেন সেজন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। তাদের হাতে সিল ও বাড়িতে লাল পতাকা টানানো হচ্ছে। তাদের ওপর স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজর রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে।