মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা রয়েছেন। প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে মধুর ক্যান্টিনের সামনের তিন জায়গায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় বিকট শব্দ শোনা যায়।
প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার জন্য শিক্ষার্থীরা আসছেন। তখন একটি বিশেষ মহল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট করার জন্য এমন ঘটনা ঘটাচ্ছে।’

প্রসঙ্গত, গত শুক্রবার পৌনে ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *