মা-খালাসহ নিহত ৩, বেঁচে গেল শিশু কন্যা

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় মা ও খালাসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু।

তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) ভর্তি করা হয়েছে। নিহত অন্যজন সিএনজিচালিত অটোরিকশার চালক।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা পূর্বধলা উপজেলার বইলাম গ্রামের আমছর আলীর ছেলে অটোরিকশার চালক মো. মোস্তাকীম (৩০), নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের দুই মেয়ে লাকী আক্তার (৩০) ও সাথী আক্তার (১৭)।

গুরুতর আহত হয়েছে লাকির শিশুর কন্যা মোছা. হুমায়রা খাতুন (৩)।
তারা অটোরিকশাযোগে বাড়ি থেকে পারিবারিক কাজে ময়মনসিংহ শহরে আসছিল বলে জানা গেছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নেত্রকোনা থেকে পারিবারিক কাজে লাকি তার মেয়ে ও বোন সাথী একটি অটোরিকশা ময়মনসিংহে আসছিল। পথে তারাকান্দার কাশিগঞ্জ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মুস্তাকীম ও যাত্রী সাথী আক্তার মারা যান। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নিহত সাথীর বড় বোন লাকী আক্তারও মারা যান।

এ ঘটনায় নিহত লাকির মেয়ে হুমায়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *