বোটের ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার সমুদ্রসীমায় ঢুকে পড়া ১৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী। এ অবস্থায় তাদেরকে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দিনগত রাতে টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন মিয়ানমারের সমুদ্র সীমানা থেকে দেশটির নৌবাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গত রাতে সেন্টমার্টিন এলাকায় মাছ ধরতে গিয়ে বোটের ইঞ্জিল বিকল হয়ে আটকে পড়ে ১৭ বাংলাদেশি জেলে। একপর্যায়ে তাদের বোট মিয়ানমার সীমান্তে ঢুকে পড়লে তাদেরকে বোটসহ আটক করে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী।
বিষয়টি জানার পর মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আলোচনার মাধ্যমে বাংলাদেশি ১৭ জেলেকে ফিরিয়ে আনতে কোস্টগার্ডের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।