চুয়াডাঙ্গা সদরের টেইপুর-ঝোড়াঘাটা সড়কে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে এ ডাকাতি হয়েছে। এসময় মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নিয়েছে তারা।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে ডাকাতরা তাকে র্যাব পরিচয় দিয়ে গতিরোধ করে। তারা বলে ফেনসিডিলের চোরা চালানের খবর আছে তাদের কাছে। এরপর আরও কয়েকজন ডাকাত সদস্য তাকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, তার বন্ধুর কাছ থেকে ৪৮ হাজার টাকা ও তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
প্রায় এক ঘণ্টা পর ডাকাতির জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে পুলিশকে জানান তারা। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়।
গ্রামবাসীর অভিযোগ, প্রতিদিনই টেইপুর-ঝোড়াঘাটা সড়কে টহল পুলিশ ডিউটি করে। কিন্তু, বৃহস্পতিবার রাতে ওই সড়কে কোনও পুলিশের টহল দেখা যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, রাস্তায় গাছ ফেলে কয়েকজন ছিনতাইকারী গতিরোধ করে ফেনসিডিল উদ্ধারের নামে কয়েক জনের থেকে কিছু টাকা-পয়সা কেড়ে নিয়েছে। আমরা ডাকাতদের আটক অভিযান শুরু করেছি।
আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিন বলেন, ‘এমন ঘটনা আগে কখনও ঘটেনি। আমরা ভবিষ্যতে সতর্ক থাকবো।’