পটুয়াখালীর বাউফল উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে জ্বর ও শ্বাসকষ্টে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার আদাবারিয়া ইউনিয়নের মাহশ্রাদ্দি গ্রামে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির বাড়ি পাশের গলাচিপা উপজেলায়।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে ওই ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে বাউফল শ্বশুরবাড়ি আসেন। গত রবিবার থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে সোমবার গভীর রাতে তিনি মারা যান।
তবে মৃত্যুর তথ্য সঠিক সময়ে না জানানোর কারণে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা। তিনি বলেন, ওই ব্যাক্তি মারা যাওয়ার তিন ঘণ্টার মধ্যে আমাদের কেউ জানায়নি। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কোনও ব্যক্তি মারা যাওয়ার তিন ঘণ্টার মধ্যে নমুনা সংগ্রহ করতে হবে। তাই তার নমুনা সংগ্রহ করা হয়নি।
তবে মৃত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, পাশাপাশি তাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।