সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিখোঁজ হওয়ার দুইদিন পর মরিয়ম খাতুন (২২) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বল্লবপুর এলাকার একটি ফসলের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরিয়ম উপজেলা সদরের পাথরঘাটা গ্রামের পানের দোকানদার আব্দুল কাদেরের মেয়ে। সে শ্যামনগর সরকারি মহসীন কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মরিয়মের পরনে প্যান্ট, গেঞ্জি ও ব্যবহৃত ওড়না তার গলায় পেঁচানো ছিল।
নিহত মরিয়মের বাবা আব্দুল কাদের জানান, দুইদিন আগে মরিয়ম লচিপুর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় গত ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) শ্যামনগর থানায় জিডি করা হয়।
তবে তাকে কে বা কারা হত্যা করেছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে না পারলেও বিষয়টি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হুদা।