সিলেটের সুরমা নদীর দক্ষিণ তীরে কদমতলী দরিয়াশাহ (র.) মাজার সংলগ্ন এলাকা থেকে সাগর (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, মাজারের পাশে পরনে লুঙ্গি ও খালিগায়ে একটি জামা হাতে থাকাবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা। পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিকর বরাত দিয়ে তিনি বলেন, ওই যুবকের দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে. তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। এরপরও ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মৃত যবকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ মিঠামইন এলাকায়। তিনি আটদিন আগে কাজের সন্ধানে এখানে আসেন। কদমতলী দরিয়াশাহ মাজার সড়কের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।