সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে ৩৯ জনসহ আটটি নৌযান আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। এর মধ্যে একটি কার্গো ও সাতটি কাঠের ট্রলার রয়েছে। আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক বলে ধারণা করছেন কোস্ট গার্ড কর্মকর্তারা।
সোমবার (৯ মার্চ) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ কোস্ট গার্ডের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাহাত ইমতিয়াজ। তিনি জানান, ‘সোমবার দুপুরে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে কোস্ট গার্ডের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় মিয়ানমারের ৩৯ জন নাগরিকসহ আটটি নৌযান আটক করা হয়েছে।
এসব ট্রলারে ১৮টি গরু ও বিপুল পরিমাণ কাঠ রয়েছে, যেগুলো মিয়ানমার থেকে টেকনাফে আসছিল। ট্রলারসহ আটকদের টেকনাফে নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।’