হতদরিদ্রদের ১০২ বস্তা চালসহ এক ব্যক্তি আটক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হতদরিদ্রদের বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজির ১০২ বস্তা চাল অবৈধভাবে সংগ্রহ করে বাজারে বিক্রির উদ্দেশে মজুদ করায় মোস্তাফিজার রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার গনকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হতদরিদ্রদের বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজি দরের চাল ডিলারের কাছ থেকে সংগ্রহ করে অবৈধভাবে বিক্রির উদ্দেশে মোস্তাফিজের বাড়িতে মজুদ করে রাখা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞার নির্দেশে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কুদরত-ই-খুদা শুভর নেতৃত্বে পুলিশের একটি দল মোস্তাাফিজারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১০২ বস্তা চালসহ তাকে আটক করা হয়।

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোস্তাফিজ জানিয়েছেন তার চাচাতো ভাই সাইফুল ইসলাম সাজু ডিলারের কাছ থেকে চালগুলো এনে তার বাড়িতে রেখেছেন। পরে ১০২ বস্তা চাল জব্দসহ তাকে আটক করা হয়। সাজু ও ডিলারকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, এ ঘটনায় আটক মোস্তাফিজের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *