১৯ ভারতীয়কে ফেরত পাঠালো ইমিগ্রেশন

বাংলাদেশে আসা ১৯ ভারতীয় যাত্রীকে ফেরত পাঠিয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে ভারত থেকে বাংলাদেশের রামপাল বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে আসা ১৯ জনের কাগজপত্রে ত্রুটি থাকায় তাদের ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর কোনও কাগজপত্র তাদের কাছে নেই। এমনকি তাদের কাছে কোনও মেডিক্যাল সার্টিফিকেটও নেই। এ জন্য তাদের ফেরত পাঠানো হয়েছে। তবে তারা কাগজপত্র নিয়ে এলে প্রবেশ করতে পারবেন।’

তিনি আরও জানান, ‘বিশ্বজুড়ে করোনা আতঙ্কে প্রতিটি দেশ তাদের নিজের সুরক্ষার জন্য বিদেশিদের ব্যাপারে সতর্ক করেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

ইমিগ্রেশন সূত্র জানায়, ভারত থেকে ভারতীয় বা বিদেশি নাগরিক যারা বাংলাদেশে আসতে চাইছেন, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বলেছে ফেরার পথে ১৪ দিন তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। এ কারণে কেউ বাংলাদেশে আসতে চাইছেন না। ১৬ মার্চ তাই কোনও ভারতীয় বা বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেননি। তবে বাংলাদেশি যারা ভারতে ছিলেন তারা ফিরে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *