ঢাকা: ৩৩২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৬৫০ টাকায় দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ভবন নির্মাণ করবে সরকার। একটি সুপ্রিম কোর্টের জন্য ২৪ তলা রেকর্ড ভবন; অন্যটি ৩২ তলা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয় ভবন।
এ দুটি ভবন নির্মাণের পূর্ত কাজ অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (১ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভা কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুটি, শিল্প মন্ত্রণালয় থেকে দুটি, কৃষি মন্ত্রণালয় থেকে দুটি, রেলপথ মন্ত্রণালয় থেকে দুটি এবং পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরে মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাবগুলোর অনুমোদন নেয়।
নয় প্রস্তাবের বিপরীতে মন্ত্রিসভা কমিটি ১ হাজার ৫১৩ কোটি ৬ লাখ ৫০ হাজার ৯৫৮ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে ব্যয় হবে ৩৩৮ কোটি ২৯ লাখ ৬ হাজার ৮১৮ টাকা এবং দেশি ব্যাংক ও বৈদেশিক অর্থায়ন ১ হাজার ১৭৪ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ১৪০ টাকা।
জানা গেছে, ভবন দুটির পূর্ত কাজের ব্যয় অনুমোদনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রস্তাব নিয়ে আসা হয়। আলাপ-আলোচনার মাধ্যমে দুটি প্রস্তাবই অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এর মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য ১৪ তলা বিশিষ্ট রেকর্ড ভবন নির্মাণের পূর্ত কাজ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিয়ার্স লিমিটেডকে দিয়ে করানোর অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি ৭০ লাখ ৪৫ হাজার ৬৫০ টাকা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর এই ভবন নির্মাণ করবে।
অপরদিকে আইসিবির প্রধান কার্যালয় হবে রাজারবাগে। ৩২ তলা বিশিষ্ট এই ভবন নির্মাণের পূর্ত কাজের ব্যয় ধরা হয়েছে ১৭৬ কোটি ৬০ লাখ টাকা। যৌথভাবে এই কাজে পেয়েছে এনডিই এবং ইউসিসি।