কক্সবাজারের টেকনাফে লবণের মাঠ থেকে তিনটি বস্তায় দুই লাখ ৮৪ হাজার ৬১০ পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে আট কোটি টাকার বেশি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক জানান, শনিবার ভোরে টেকনাফের ছ্যুরিখ্যাল ও নোয়াপাড়া বিএসসি পোস্টের মাঝমাঝি লবণ মাঠ এলাকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। সে সময় তিন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আসতে দেখে থামার নির্দেশ দেয় বিজিবি। তারা না থেমে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবা র্যাব ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে তিনি জানান।