আমি বেঁচে থাকতে নাগরিকত্ব আইন চালু হবে না: মমতা

প্রাণ থাকতে পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নায়হাটিতে একটি সমাবেশে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

মমতা বলেন, আমি যতক্ষণ বেঁচে আছি পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবে না। কাউকে রাজ্য বা দেশ ছেড়ে যেতে হবে না। পশ্চিমবঙ্গে কোনো বন্দিশিবির (ডিটেনশন সেন্টার) হবে না।

বিতর্কিত আইনের বিরুদ্ধে ছাত্রবিক্ষোভে সমর্থন জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা কেন এমন ভয়ংকর আইনের বিরোধিতা করতে পারবে না? কেন্দ্র বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আর তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করছে।

এসময় ১৮ বছর হলেই ভোট দেওয়া অধিকার পাওয়া যায়, কিন্তু আন্দোলন করার অধিকার পাওয়া যাবে না কেন বলেও প্রশ্ন তোলেন এ তৃণমূল নেত্রী।

এদিকে, শুক্রবারও নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে উত্তর প্রদেশে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংসতায় রাজ্যটিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ১১শ’রও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার ও ৫ হাজার ৫শ’ ৫৮ জনকে আটক করেছে পুলিশ। রাজ্যের ২১টি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *