এবার তারাবিহ-র জামাত স্থগিতের ঘোষণা সৌদি আরবের

করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকলে আসন্ন রমজানে সৌদি আরবের মসজিদে তারাবিহ নামাজের জামাত হবে না। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ এ তথ্য জানিয়েছেন। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।

সৌদি মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে মসজিদগুলোতে তারাবিহ নামাজ স্থগিত রাখা হবে। মুসল্লিরা ঘরে বসে সালাত আদায় করতে পারবেন।

আব্দুল লতিফ আল-শেখ বলেন, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের বিষয়টি তারাবিহর চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ। ওই নামাজের জামাতই যখন স্থগিত, তখন তারাবিহর জন্য আর কোনও কথা অবশিষ্ট নেই।

সাক্ষাৎকারে ঘরে তারাবিহ আদায় করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান সৌদি মন্ত্রী।

করোনার বাস্তবতায় মৃত ব্যক্তির জানাজাতেও সর্বোচ্চ ৫ থেকে ৬ জনকে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।

ইতোমধ্যেই সৌদি আরবের সব মসজিদে জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ২০২০ সালের ১৮ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত চার হাজার ৪৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯ জনের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দেশটিতে আক্রান্তদের মধ্যে রাজপরিবারের ১০৫ সদস্যও রয়েছে। তবে তাদের মধ্যে খুব শীর্ষস্থানীয় কেউ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *