করোনার চেয়েও মোদি ভয়ঙ্কর!

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন দেশটির তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল। সম্প্রতি বীরভূমের এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।

অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল সভাপতি। রবিবার (৮ মার্চ) বীরভূমের সিউড়ির বেনীমাধব মাছে তৃণমূলের জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে অনুব্রত বলেন, ‘লোকে করোনা নিয়ে শঙ্কিত। তবে আমি বলছি– এই মোদির থেকে আর বড় ভাইরাস কী আছে? এই ভাইরাসে ভারতের অর্থনীতি শেষ হয়ে গেছে। ইয়েস ব্যাংক লোপাট হয়ে ডুবে গেছে। এখন করোনার মতো ভারতে চেষ্টা চলছে মোদি ভাইরাসকে কীভাবে নষ্ট করা যায়৷ এর জন্য পশ্চিমবঙ্গে ওষুধ আবিষ্কারের গবেষণা চলছে৷ করোনার থেকেও ভয়ঙ্কর হলো মোদি ভাইরাস৷’

এর পর বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের পরিপ্রেক্ষিতে ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন অনুব্রত। তিনি বলেন, ‘সারা ভারতের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম এনআরসির বিরোধিতা করেছিলেন। তিনি কেন্দ্রীয় সরকারকে সাফ জানিয়ে দিয়েছিলেন, ধর্মে বিভেদকারী এই এনআরসি পশ্চিমবঙ্গ মানবে না। এখন মমতার দেখাদেখি মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, রাজস্থান– সব রাজ্যই বলছে মানব না। তাদের এই বোধদয়কে স্বাগত জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *