করোনায় ইতালিতে একদিনেই ১৯৬ জনের মৃত্যু

ইতালিতে একদিনেই করোনা ভাইরাসে আক্রান্ত ১৯৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থার বিবৃতিকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার পর ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো’র পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ সময় ১২ মার্চ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে চার হাজার ৬শ ৩৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ২৬ হাজার ৩৮০। এদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়েছে ৬৮ হাজার ৩১৩ জন।

ইতালির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার (১০ মার্চ) থেকে বুধবারের (১১ মার্চ) মধ্যে নতুন ১৯৬ জনের মৃত্যুর পর দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮২৭ জনে। আক্রান্তের সংখ্যা ১০,১৪৯ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২,৪৬২ জনে।

করোনা ঠেকাতে ইতালির উত্তরাঞ্চলকে অবরুদ্ধ (লকডাউন) করে রাখার পরও এর বিস্তার ঠেকানো যায়নি। এমন পরিস্থিতিতে ৩ এপ্রিল পর্যন্ত ইতালিজুড়ে অপ্রয়োজনীয় ভ্রমণ ও জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। সব ধরনের ক্রীড়া আয়োজন স্থগিত করা হয়েছে। বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সময়সীমাও।

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে সাংবাদিকদের বলেছেন, ভঙ্গুর অর্থনীতির ওপর করোনার প্রভাব ঠেকাতে সরকার ২৫ বিলিয়ন ইউরো বরাদ্দ দেবে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এক পর্যায়ে এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *