করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বেশ কয়েকটি রাজ্যের স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জার্মানি। আগামী সোমবার থেকে পাঁচটি রাজ্যের স্কুল বন্ধ রাখা হবে আর বুধবার থেকে বন্ধ হবে আরও একটি রাজ্যের সব স্কুল। দেশটির সংবাদমাধ্যম ডয়চে ভেলে এই খবর জানিয়েছে।
জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার তিনশো ছাড়িয়েছে, মারা গেছে ছয় জন। সম্প্রতি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল সতর্ক করে দিয়ে বলেছেন, দেশের জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। এতে করে দেশটিতে মোট পাঁচ কোটি ৮০ লাখ মানুষ আক্রান্ত হতে পারে হুঁশিয়ারি দেন তিনি।
এমন প্রেক্ষাপটে সোমবার থেকে বন্ধ হবে সারলান্ড, বাভারিয়া, লোয়ার সাক্সোনি ও বার্লিন রাজ্যর সব স্কুল। আর বুধবার থেকে বন্ধ হবে নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যের স্কুল।
জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, আগামী ৬ এপ্রিল ইস্টার ছুটি শুরুর আগ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।