করোনা ভাইরাসে মালয়েশিয়ায় প্রথম মৃত্যু

বৈশ্বিক মহামারিতে পরিণত হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় প্রথম বারের মতো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৬০ বছর বয়সী ওই রোগীর মৃত্যু হয়। তিনি সারাওয়াকের কুচিং এমানুয়েল ব্যাপটিস্ট চার্চের যাজক ছিলেন।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৬৬৫ জন। এতে মারা গেছে সাত হাজার ৪৬৭ জন। তবে ৮০ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছে। মালয়েশিয়ায় এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ৫৫৩ রোগীর খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ৪৫ জন সারাওয়াকের বাসিন্দা।

মালয়েশিয়ার স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, সারাওয়াক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টায় এক যাজকের মৃত্যু হয়েছে। ওই বিবৃতিতে বলা জানানো হয়েছে, কিভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন তা এখনও তদন্তাধীন রয়েছে। তবে তার সংস্পর্শে আসা ১৯৩ জনকে নিজ নিজ বাড়িতে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *