তালেবান নেতাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

আফগানিস্তানে এক সংক্ষিপ্ত সফর শেষে ফেরার পথে সোমবার (২৩ মার্চ) কাতারে তালেবান নেতাদের সঙ্গে দেখা করেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান অরতাগাস জানান, গত মাসে স্বাক্ষরিত শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে তালেবান নেতাদের ওপর চাপ দেন পররাষ্ট্রমন্ত্রী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

দীর্ঘ ১৮ বছরের আফগান যুদ্ধের ইতি টানতে গত ২৯ ফেব্রুয়ারি তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী আফগান সরকারের সঙ্গে আলোচনা শুরু করার পূর্বশর্ত হিসেবে তালেবান সদস্যদের মুক্তি দাবি করে গোষ্ঠীটি। তবে এই দাবি মানতে প্রাথমিকভাবে অস্বীকৃতি জানায় আফগান কর্তৃপক্ষ।

এমন প্রেক্ষাপটে আফগান নেতাদের সঙ্গে বৈঠক সেরে ফেরার পথে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে তালেবান নেতা মোল্লাহ আবদুল ঘানি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেন মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তালেবানদের মুখ্য আলোচক ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *