তুরস্কের পূর্বাঞ্চলের এলাজিগ প্রদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একাধিক ভবন ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ’ মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রদেশের সিভরিস শহরে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, সিভরিস শহরই ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। পার্শ্ববর্তী ইরান, সিরিয়া ও লেবাননও শক্তিশালী ওই ভূমিকম্পে কেঁপে ওঠে।
তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শক্তিশালী এ ভূমিকম্পের পর ৬০টি আফটারশক (ছোট কম্পন) রেকর্ড করা হয়।
হতাহতদের উদ্ধারে জরুরি বাহিনী কাজ করছে। স্থানীয়দের ঝুঁকিপূর্ণ বাসাবাড়িতে ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।